রাজবাড়ীতে ৭ জেলে আটক॥ বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
- প্রকাশের সময় : ০৮:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
- / ১৩২৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প, জেলা মৎস্য বিভাগ, রাজবাড়ী ও জেলা প্রশাসন, রাজবাড়ী এর যৌথ অভিযানে সোমবার রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন গোদার বাজার সংলগ্ন পদ্মা নদী হতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ করার অপরাধে সাতজন জেলে আটক হয়েছে। আটকৃতরা হলো মোঃ সাগর মন্ডল(২৫), মোঃ বাশি মন্ডল(৩৭), মোঃ বিল্লাল খান(৪২), মোঃ মান্নান মন্ডল (৪৫), মোঃ মনির হোসেন মোল্লা(৪৮), আব্দুল খালেক মন্ডল(৪০), মোঃ সাত্তার শেখ(৫৩)। এ সময় আটককৃত ব্যক্তিদের নিকট হতে সর্বমোট ০১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাহ মোঃ সজিব, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী, বাংলাদেশ দন্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।