রাজবাড়ীতে পাসপোর্ট দালাল আটক

- প্রকাশের সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
- / 554
জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যম্পের একটি দল রোববার সকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকা থেকে ২৮টি পাসপোর্ট ও বিপুল পরিমাণ আবেদন ফরম সহ নিতাই কুন্ডু নামে এক পাসপোর্ট দালালকে গ্রেফতার করেছে। সে একই উপজেলার খানখানাপুর ইউনিয়নের কুন্ডুপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছউদ্দিন জানান, নিতাই কুন্ডু ইতিপূর্বে রাজবাড়ী গোয়েন্দা পুলিশের হাতে বিপুল পরিমাণ পাসপোর্টসহ আটক হয়েছিলো। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে বের হয়ে আবারও সে একই কাজ করতে শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল খানখানাপুর কুন্ডু পাড়া এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ২৮টি পাসপোর্ট ও বিপুল পরিমাণ আবেদন ফরমসহ হাতে নাতে নিতাই কুন্ডুকে আটক করে। জব্দকৃত পাসপোর্ট ও আবেদন ফরমসহ তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।