রাজবাড়ীতে শিশু মেলা

- প্রকাশের সময় : 07:35:24 pm, Tuesday, 9 October 2018
- / 1637 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ‘শিশুদের জন্য হ্যাঁ বলুন’Ñ স্লোগানকে সামনে রেখে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দুদিন ব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যড. এমএ খালেক প্রধান অতিথি হিসেব আনুষ্ঠানিকভাবে এ মেলার শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খানের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শহনাজ, জেলা তথ্য অফিসার মুঃ মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মতর্তা পারমীস সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ।
উদ্বোধনী দিনে সদর উপেেজলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
মেলা উপলক্ষে বেশ কয়েকটি শিশুতোষ স্টল স্থাপন করা হয়।