রাজবাড়ীতে ফারজানা মীমের একক আবৃত্তি সন্ধ্যা
- প্রকাশের সময় : ০৮:১০:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮
- / ১৫৪৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ী শাখার সাংস্কৃতিক সম্পাদক শিল্পী ফারজানা মীমের একক আবৃত্তি সন্ধ্যা ৬ এপ্রিল শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সুহৃদ সমাবেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী ফারজানা মীম প্রায় দেড় ঘণ্টা ব্যাপী ৩০টি কবিতা আবৃত্তি করেন। যাদের কবিতা দিয়ে সাজানো হয় অনুষ্ঠান; কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, পুর্ণেন্দু পত্রী, তসলিমা নাসরিন, আবু হেনা মোস্তফা কামাল, সুবোধ সরকার, আসাদ চৌধুরী, রফিক আজাদ, আবুল হাসান, জয় গোস্বামী, মহাদেব সাহা, সৃজন সেন, অসীম সাহা, হুমায়ুন আজাদ ও নির্মলেন্দু গুণ। এছাড়া রাজবাড়ী সুহৃদ সাবেশের সহ সভাপতি খোকন মাহমুদ, সাহিত্য সম্পাদক নেহাল আহমেদ, সালাম তাসিন, রমজান জাবেরী ও মনিরুজ্জামান মিন্টুর কবিতা আবৃত্তি করেন মীম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলীপ মন্ডল। শিল্পীকে বাঁশিতে সোহরাব হোসেন, কীবোর্ডে বিন্টু এবং গীটারে সঙ্গত দেন জন।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি মুনীরুল হক মুনীরের সভাপতিত্বে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম, অধ্যাপক আলতাফ হোসেন, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সবিতা চন্দ, লেখক খালেদ সালাউদ্দিন জগলু, শিক্ষানুরাগী আশিফ মাহমুদ, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহ সভাপতি খোকন মাহমুদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নেহাল আহমেদ প্রমুখ।