রাজবাড়ী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি মো. সানাউল্লাহ সম্পাদক করিম ইসহাক

- প্রকাশের সময় : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
- / 759
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রবীন সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহ (বিটিভি/বিডিনিউজ) কে সভাপতি ও করিম ইসহাক(সময় টিভি/ভোরের ডাক) কে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতি ক্রমে এ কমিটি গঠিত হয়।
কমিটির অন্যরা হলেন সহ সভাপতি আহসান হাবীব টুটুল (এনটিভি/জনকণ্ঠ), যুগ্ম সম্পাদক সৌমিত্র শীল চন্দন (দৈনিক সমকাল), সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (আমাদের সময়), দপ্তর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুমন বিশ্বাস (চ্যানেল টুয়েন্টি ফোর/মানবকণ্ঠ), কোষাধক্ষ্য গোলাম মোস্তফা টুকু (বর্তমান সময়)। কার্যনির্বাহী সদস্যরা হলেন বাবু মল্লিক (সম্পাদক সাপ্তাহিক অনুসন্ধান), এসএম রাসেল কবীর (এশিয়ান টিভি), শফিকুল ইসলাম শামীম (নিউজ টুয়েন্টিফোর), শামীম রেজা (ইনডিপেন্ডেন্ট টিভি) এবং সৌরভ বিশ্বাস (খোলা কাগজ)।