রাজবাড়ীর বালিয়াকান্দিতে কলেজছাত্রীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস করায় গ্রেপ্তার ৩
- প্রকাশের সময় : ০৮:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০১৭
- / ১৫৬৫ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা এলাকার এক কলেজছাত্রীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস করায় সোমবার রাতে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব- ৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। এরা হলো বালিয়াকান্দি উপজেলার শাওন মন্ডল (১৯)। শাওনের বন্ধু সজিব মন্ডল (২১) এবং ফারুক আহমেদ (২১)। এদের বাড়ি বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন গ্রামে।
র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত শাওন এক কলেজছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ওই ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক করার পর শাওন তা মুঠোফোনে ধারণ করে। শাওন ওই ভিডিওটি তাঁর দুই বন্ধুর মুঠোফোনে দেয়। কিছুদিন আগে শাওন ভিডিওটি ইন্টারনেটে ছাড়িয়ে দেওয়ার কথা বলে ওই শিক্ষার্থীর কাছে টাকা দাবি করে এবং আবারো অনৈতিক প্রস্তাব দেয়। ভূক্তভোগি শিক্ষার্থী বিষয়টি তাঁর পরিবারকে জানায়। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় গত ১৮ জুন একটি সাধারণ ডায়েরী (জিডি) করে ভূক্তভোগি শিক্ষার্থীর পরিবার। পাশাপাশি র্যাবের কাছে সহায়তা কামনা করা হয়। সোমবার রাতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন তরুণকে আটক করা হয়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, আটক ব্যক্তিদের মুঠোফোন থেকে নগ্ন ভিডিওটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রাতেই তাদের বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসিনা বেগম বলেন, মঙ্গলবার সকালে ভূক্তভোগি কলেজ শিক্ষার্থীর ভাই বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। দুপুরে তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়।