কালুখালীতে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০২:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / 16
রাজবাড়ীর কালুখালী উপজেলা সাওরাইল ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যার পড়ে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন বিকয়া বাজারে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। সম্মেলনে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন,
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরজাদ হোসেন আজাদ, কালুখালী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়াম আল মাহমুদ ।
আগামী সম্মেলনে সাওরাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে বায়োডাটা জমা দিয়েছেন সভাপতি প্রার্থী হিসাবে শিশির আহমেদ, সাধারণ সম্পাদক হিসাবে আসাদ বিশ্বাস ও আবু সাঈদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কালুখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সূর্য। সভায় প্রধান অতিথি বলেন আগামীতে যাদের নিয়ে কমিটির ঘোষণা করা হবে তাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে সতর্ক থাকতে হবে, ৫ আগষ্টের পরে দলে ভিড় করা নেতাদের যাচাই করা হবে।
পরে ৫ আগষ্টে নিহতদের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।