Dhaka ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পোষ্য কোটা পুনর্বহালের দাবি, কর্মবিরতিতে রাবি কর্মকর্তা-কর্মচারীরা

রাবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০২:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 19

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেয় তারা। কর্মবিরতি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এসময় রাবি অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, আজকের ধর্মঘট আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। এই দাবি প্রশাসন কে মানতে হবে। যদি এই প্রশাসন আসহায় ভাব প্রকাশ করে, তাহলে আমরা সরকারের কাছে যাব। প্রশাসন চাইলেই আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারে।

তিনি আরো বলেন, প্রাতিষ্ঠানিক অধিকার বাংলাদেশের সব প্রতিষ্ঠানে রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমনকি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়েও ভর্তিতে কর্মকর্তাদের সন্তানেরা যোগ্যতা অর্জন করলেই ভর্তির সুযোগ পাচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের সন্তাদের যতদিন অধিকার ফিরিয়ে না দিবে ততোদিনে আমরা আন্দোলন চালিয়ে যাব।

আন্দোলনরত আরেক কর্মকর্তা আব্দুল মালেক বলেন, শিক্ষার্থী ভাই-বোনদের সাথে আমাদের কোন সংঘর্ষ নেই। হয়তো তারা ভুল বুঝে এমন করছে। গত ২ জানুয়ারি প্রশাসনিক ভবনে তালা দিয়ে যে ন্যাক্কারজনক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা যেকোনো মূল্যে তা বাতিল চাই। পৃথিবী সৃষ্টির লগ্ন থেকেই প্রাতিষ্ঠানিক সুবিধা চলে আসছে। কর্মকর্তা কর্মচারীরা যে প্রতিষ্ঠানে চাকরি করে সে প্রতিষ্ঠানে তার ছেলে-মেয়েদের একটা হক আছে। যেখানে সারা বাংলাদেশে পোষ্য কোটা বহাল আছে, সেখানে শুধু আমরা কেন বঞ্চিত হবো।

উল্লেখ্য, গত দুই মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে রাবি প্রশাসন ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানের কোটা বাতিল করে কর্মচারীদের সন্তানদের জন্য ১% কোটা রাখে। তবে শিক্ষার্থীদের চাপের মুখে শেষ পর্যন্ত গত ২ জানুয়ারি পোষ্য কোটা পুরোপুরি বাতিল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোষ্য কোটা পুনর্বহালের দাবি, কর্মবিরতিতে রাবি কর্মকর্তা-কর্মচারীরা

প্রকাশের সময় : ০২:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেয় তারা। কর্মবিরতি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এসময় রাবি অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, আজকের ধর্মঘট আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। এই দাবি প্রশাসন কে মানতে হবে। যদি এই প্রশাসন আসহায় ভাব প্রকাশ করে, তাহলে আমরা সরকারের কাছে যাব। প্রশাসন চাইলেই আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারে।

তিনি আরো বলেন, প্রাতিষ্ঠানিক অধিকার বাংলাদেশের সব প্রতিষ্ঠানে রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমনকি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়েও ভর্তিতে কর্মকর্তাদের সন্তানেরা যোগ্যতা অর্জন করলেই ভর্তির সুযোগ পাচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের সন্তাদের যতদিন অধিকার ফিরিয়ে না দিবে ততোদিনে আমরা আন্দোলন চালিয়ে যাব।

আন্দোলনরত আরেক কর্মকর্তা আব্দুল মালেক বলেন, শিক্ষার্থী ভাই-বোনদের সাথে আমাদের কোন সংঘর্ষ নেই। হয়তো তারা ভুল বুঝে এমন করছে। গত ২ জানুয়ারি প্রশাসনিক ভবনে তালা দিয়ে যে ন্যাক্কারজনক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা যেকোনো মূল্যে তা বাতিল চাই। পৃথিবী সৃষ্টির লগ্ন থেকেই প্রাতিষ্ঠানিক সুবিধা চলে আসছে। কর্মকর্তা কর্মচারীরা যে প্রতিষ্ঠানে চাকরি করে সে প্রতিষ্ঠানে তার ছেলে-মেয়েদের একটা হক আছে। যেখানে সারা বাংলাদেশে পোষ্য কোটা বহাল আছে, সেখানে শুধু আমরা কেন বঞ্চিত হবো।

উল্লেখ্য, গত দুই মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে রাবি প্রশাসন ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানের কোটা বাতিল করে কর্মচারীদের সন্তানদের জন্য ১% কোটা রাখে। তবে শিক্ষার্থীদের চাপের মুখে শেষ পর্যন্ত গত ২ জানুয়ারি পোষ্য কোটা পুরোপুরি বাতিল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।