ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা
- প্রকাশের সময় : ০৬:৫৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ১০২৯ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন, , রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত পু্লশি সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা সমাজসেবা অফিসার রুবায়েত মো. ফেরদৌস প্রমুখ।
সভায় গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহিদ মোঃ কুরমান শেখের কন্যা মিতু আক্তার মিতা, শহিদ মোঃ সাগর আহম্মেদের পিতা মোঃ তোফাজ্জেল হোসেন এবং শহিদ মোঃ আব্দুল গনির স্ত্রী লাকী আক্তার আহত ব্যক্তিবর্গের মধ্যে আলী আহসান, মিজানুর রহমান, সমন্বয়ক মিরাজুল ইসলাম তূর্য প্রমুখ বক্তব্য রাখেন। সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতকরণ এবং পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের হাত-পা সংযোজনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানানো হয়। গণঅভ্যুত্থানে নির্যাতনের শিকার, আহত ও শহিদদের সুবিচার নিশ্চিতকল্পে দোষী এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।