‘বাঙালকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না’
- প্রকাশের সময় : ০৩:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ১০২১ জন সংবাদটি পড়েছেন
বাঙালকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক গণঅবস্থান কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।
ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবিতে এই গণঅবস্থান কর্মসূচির আয়োজন করে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
গণঅবস্থান কর্মসূচিতে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাঙালকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না। এটা করা হলে সারাদেশে আগুন জ্বলে উঠবে। আপনারা (অটোরিকশাচালক) লড়াই করতে থাকেন। আইন সিদ্ধভাবে আমরা লড়াই করছি। এই লড়াই এগিয়ে নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনব।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা নিশ্চয়ই দেশের খবরা-খবর রাখেন। কেউ কেউ বলতেছে আগে সংস্কার হবে তারপর ইলেকশন হবে। ঠিক আছে, আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু আমি বলতে চাই, সংস্কার কি করবে না করবে সেটা পরের বিষয়। কিন্তু আমার রিকশা শ্রমিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাকে প্রত্যাহার করে তাদের জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থা সিদ্ধান্ত আগামীকাল কোর্টে হোক বা না হোক— আজকে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি এটা না হয় তাহলে আমি বলছি, তারা যেমন বলে, সংস্কার না করে নির্বাচন দেব না; ঠিক তেমনি রিকশাচালকের দাবি না মেনে গদিতেও তুমি থাকতে পারবা না।
গণঅবস্থান কর্মসূচিতে ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রতন বলেন, একজন বিচারপতির মৃত্যুবরণে আজকে রায় হবে না। আমাদেরকে তারা বলেছেন, আগামীকাল তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ডিএমপি থেকে বলা হয়েছে কোন রাস্তায় কীভাবে চলা যাবে তা জানাবে। চালকদের উদ্দেশ্যে আমরা এটাও বলতে চাই, নিয়ম মেনে রিকশা চালাতে হবে। লেন মেনে চালাতে হবে। সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে গাড়ি (রিকশা) চালাতে হবে।
এর আগে সকাল সাড়ে ১১টায় ‘রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন’র ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে গণঅবস্থান নেন অটোরিকশা চালকরা। ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবিতে এই গণঅবস্থানের আয়োজন করা হয়।