সাহিত্য-সংস্কৃতিতে অবদান রাখার প্রত্যয়ে ‘জনতার আদালত পাঠক মেলা’র যাত্রা শুরু
- প্রকাশের সময় : ০৫:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / ১০৩৩ জন সংবাদটি পড়েছেন
সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখার প্রত্যয়ে জনতার আদালত পাঠক মেলার যাত্রা শুরু হয়েছে। গত ২০ নভেম্বর বুধবার দৈনিক জনতার আদালত কার্যালয়ে অনাড়ম্বর এক সভার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে জনতার আদালত পাঠক মেলা। সভায় সর্বসম্মদিক্রমে আহ্বায়ক নির্বাচিত হন রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজের প্রভাষক বিশিষ্ট লেখক সাংস্কৃতিক সংগঠক শাহ মুজতবা রশীদ আল কামাল। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন সাংস্কৃতিক সংগঠক রেজাউল করিম আরজু ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন শামসুন্নবী জুয়েল। কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন মামুনুর রশীদ, আলমগীর হোসেন, নেহাল আহমেদ, সঞ্জয় ভৌমিক, আব্দুল হালিম বাবু, রবিউল আওিয়াল, নাহিদুল ইসলাম ফাহিম, হৃদয় খান ও শেখ ফয়সাল।
সভায় দৈনিক জনতার আদালতের নির্বাহী সম্পাদক সৌমিত্র শীল চন্দন, চ্যানেল টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার সুমন বিশ্বাস, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি শামীম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক শাহ মুজতবা রশীদ আল কামাল বলেন, রাজবাড়ী জেলার সাহিত্য ও সংস্কৃতির ব্যাপক ঐতিহ্য রয়েছে। এ সংগঠনের মাধ্যমে আমরা রাজবাড়ী জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য সকলের আন্তরিকতা প্রয়োজন।