Dhaka ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক রেলমন্ত্রী পুত্র মিতুল হাকিমসহ ৫৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • / ১২২৬ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ী-২ আসনের সাবেক সাংসদ ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমসহ ৫৭ জনের বিরুদ্ধে চঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার রাজবাড়ীর পাংশা পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বাদী রাজবাড়ীর পাংশা আমলী আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. ইকবাল হোসেন মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন মিতুল হাকিমের ঘনিষ্ঠ মনোয়ার হোসেন জনি, কালুখালীর মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ সরদার, পাংশার যুবলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ^াস, সাবেক জেলা পরিষদ সদস্য গোবিন্দ কুন্ডু প্রমুখ।

মামলায় বাদীর অভিযোগ, ২০১৮ সালের ৫ ফেব্রæয়ারি তারিখে একটি এক্সকাভেটর ক্রয় করে ব্যবসা করছিলেন। যেটি পাংশার ব্যবসায়ী ইদ্রিস আলী মাসিক ২ লাখ ৯০ হাজার টাকা চুক্তিতে ভাড়া নিয়ে মাটি কাটার জন্য উপজেলার পাট্টায় নিয়ে যান। ওই বছরের ১ নভেম্বর তারিখে আসামিরা তার বাড়িতে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় তিনি পাঁচ লাখ টাকা দেন। আসামিরা বাকী ১৫ লাখ টাকা পরদিন দিতে বলে। না হলে তার এক্সকাভেটর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তিনি ১৫ লাখ টাকা দিতে ব্যর্থ হওয়ায় আসামিরা পাট্টায় গিয়ে এক্সকাভেটরটি পুড়িয়ে দেয়। এতে তার ২৭ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনার পর পাংশা থানায় গেলেও কোনো সহযোগিতা পাননি। পরিস্থিতি প্রতিকূল থাকায় আদালতে মামলা করার সাহস পাননি।

বাদীপক্ষের আইনজীবী অ্যড. শহিদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক রেলমন্ত্রী পুত্র মিতুল হাকিমসহ ৫৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রকাশের সময় : ০৭:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

রাজবাড়ী-২ আসনের সাবেক সাংসদ ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমসহ ৫৭ জনের বিরুদ্ধে চঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার রাজবাড়ীর পাংশা পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বাদী রাজবাড়ীর পাংশা আমলী আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. ইকবাল হোসেন মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন মিতুল হাকিমের ঘনিষ্ঠ মনোয়ার হোসেন জনি, কালুখালীর মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ সরদার, পাংশার যুবলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ^াস, সাবেক জেলা পরিষদ সদস্য গোবিন্দ কুন্ডু প্রমুখ।

মামলায় বাদীর অভিযোগ, ২০১৮ সালের ৫ ফেব্রæয়ারি তারিখে একটি এক্সকাভেটর ক্রয় করে ব্যবসা করছিলেন। যেটি পাংশার ব্যবসায়ী ইদ্রিস আলী মাসিক ২ লাখ ৯০ হাজার টাকা চুক্তিতে ভাড়া নিয়ে মাটি কাটার জন্য উপজেলার পাট্টায় নিয়ে যান। ওই বছরের ১ নভেম্বর তারিখে আসামিরা তার বাড়িতে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় তিনি পাঁচ লাখ টাকা দেন। আসামিরা বাকী ১৫ লাখ টাকা পরদিন দিতে বলে। না হলে তার এক্সকাভেটর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তিনি ১৫ লাখ টাকা দিতে ব্যর্থ হওয়ায় আসামিরা পাট্টায় গিয়ে এক্সকাভেটরটি পুড়িয়ে দেয়। এতে তার ২৭ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনার পর পাংশা থানায় গেলেও কোনো সহযোগিতা পাননি। পরিস্থিতি প্রতিকূল থাকায় আদালতে মামলা করার সাহস পাননি।

বাদীপক্ষের আইনজীবী অ্যড. শহিদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।