নিখোঁজের ৩দিন পর কিশোরের লাশ উদ্ধার
- প্রকাশের সময় : ০৭:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ১০৫১ জন সংবাদটি পড়েছেন
ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের তিনদিন পর এক কিশোরের লাশ উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর এলাকার মাইসা নামে একটি ইট ভাটার পাশের ডোবা থেকে বুধবার উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। ওই কিশোরের নাম তানভিরুল ইসলাম তামিম (১৬)। সে কামারখালী ইউনিয়নের কামারখালী গ্রামের বিজিবি সদস্য ওহিদুর রহমানের ছেলে। তানভিরুল এবছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।
পারিবারিক সুত্রে জানা যায় নিহত ওই কিশোর আড়পাড়া উচ্চবিদ্যালয় থেকে ২০২৪ সালে এস এস সি পরিক্ষা দেওয়ার পর এক বিষয়ে ফেল করে যার ফলে সে সবসময় চুপচাপ ভাবে বাড়িতেই থাকতো। গত রবিবার বিকাল ৫টার সময় বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে আসে নাই। গত সোমবার (১৯ আগস্ট) দুপুরে তার মায়ের নাম্বারে একটি ফোন আসে এবং দশ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে তার ছেলেকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ঐ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে ঐ নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন মধুখালী থানা পুলিশের কাছে একটি সাধারণ ডায়েরী করেন।
বুধবার সকাল ১০ টার দিকে ইট ভাটার পাশের একটি ডোবায় কয়েকজন কৃষক পাঠ জাগ দিতে গেলে ঐ কিশোরের মরদেহটি দেখতে পায় এবং মধুখালী থানা পুলিশ কে খবর দেয়।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন, ছেলেটি তিনদিন নিখোঁজ থাকার পর একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।