Dhaka ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পেট্রোল দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফাঁসলেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • / ১০৮২ জন সংবাদটি পড়েছেন

পেট্রোল দিয়ে আবু সাইদ নামে এক যুবককে ফাঁসাতে গিয়ে নিজেরাই ঁেফসে গেছে। এ ঘটনা ঘটেছে রোববার রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামে। এ ঘটনায় পুলিশ মূল অভিযোগকারী আলমগীর মিয়া, লালন মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তারা একই গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী আবু সাইদের বাড়ি একই উপজেলার বানিবহ ইউনিয়নের লক্ষীনারায়ণপু গ্রামে। পেশায় তিনি একজন মুদি ব্যবসায়ী।

আবু সাইদ জানান, ইন্দ্রনারায়ণপুরে ২৫ শতাংশ ৭৫ লিংক জমি তার মধ্যস্থতায় কিনেছিলেন আবুল কালাম আজাদ নামে একজন ব্যক্তি। জমিটি দেখভাল করার দায়িত্ব ছিল তার উপর। এই জমি নিয়ে আলমগীর মিয়ার সাথে তাদের বিরোধ রয়েছে। যার কাছ থেকে জমি কেনা হয়েছিল সে গত শনিবার রাতে তাকে ফোন করে জানায়; জমিতে থাকা ছাপড়া ঘর, খুঁিট কারা যেন তুলে নিয়ে যাচ্ছে। পরদিন সকালে তিনি সেখানে গিয়ে জমির কয়েকটি ছবি তোলেন ও ভিডিও করেন। ফিরে আসার সময় আলমগীরসহ কয়েকজন পেছন থেকে তার উপর হামলা চালায়। তাকে আটক করে বেঁধে ফেলে। তাকে দিয়ে বলানোর চেষ্টা করে পেট্রোল দিয়ে আগুন ধরাতে এসেছিল। কিন্তু তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন আমি শুধু জমিটি দেখতে এসেছি। এরপর পেট্রোল দিয়ে তাকে ফাঁসানোর জন্য পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় তার বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশি জিজ্ঞসাবাদে তারা উল্টো ফেঁসে যায়। পরে তিনি বাদী হয়ে মামলা করেন।

রাজবাড়ী সদর থানার এসআই কামরুল আহমেদ জানান, জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। রাতের ্আঁধারে জমি থেকে কে বা কারা ছাপড়া তুলে নিয়ে গেছে। সাইদ জমিটি দেখতে গেলে প্রতিপক্ষের লোকজন বেঁধে রেখে পেট্রোল দিয়ে আগুন ধরাতে এসেছে এমন অভিযোগ করে ৯৯৯ এ ফোন দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে সাইদকে উদ্ধার করেন। পরে সাইদের কাছে থাকা ভিডিও দেখে ও অভিযোগকারীদের জিজ্ঞসাবাদে তারা বুঝতে পারেন ঘটনাটি পুরোই সাজানো।

রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, এ ঘটনায় আলমগীরসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী সাইদ। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের রাজবাড়ীর আদালতে চালান করার প্রক্রিয়া চলছে।

 

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পেট্রোল দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফাঁসলেন

প্রকাশের সময় : ০৭:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

পেট্রোল দিয়ে আবু সাইদ নামে এক যুবককে ফাঁসাতে গিয়ে নিজেরাই ঁেফসে গেছে। এ ঘটনা ঘটেছে রোববার রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামে। এ ঘটনায় পুলিশ মূল অভিযোগকারী আলমগীর মিয়া, লালন মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তারা একই গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী আবু সাইদের বাড়ি একই উপজেলার বানিবহ ইউনিয়নের লক্ষীনারায়ণপু গ্রামে। পেশায় তিনি একজন মুদি ব্যবসায়ী।

আবু সাইদ জানান, ইন্দ্রনারায়ণপুরে ২৫ শতাংশ ৭৫ লিংক জমি তার মধ্যস্থতায় কিনেছিলেন আবুল কালাম আজাদ নামে একজন ব্যক্তি। জমিটি দেখভাল করার দায়িত্ব ছিল তার উপর। এই জমি নিয়ে আলমগীর মিয়ার সাথে তাদের বিরোধ রয়েছে। যার কাছ থেকে জমি কেনা হয়েছিল সে গত শনিবার রাতে তাকে ফোন করে জানায়; জমিতে থাকা ছাপড়া ঘর, খুঁিট কারা যেন তুলে নিয়ে যাচ্ছে। পরদিন সকালে তিনি সেখানে গিয়ে জমির কয়েকটি ছবি তোলেন ও ভিডিও করেন। ফিরে আসার সময় আলমগীরসহ কয়েকজন পেছন থেকে তার উপর হামলা চালায়। তাকে আটক করে বেঁধে ফেলে। তাকে দিয়ে বলানোর চেষ্টা করে পেট্রোল দিয়ে আগুন ধরাতে এসেছিল। কিন্তু তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন আমি শুধু জমিটি দেখতে এসেছি। এরপর পেট্রোল দিয়ে তাকে ফাঁসানোর জন্য পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় তার বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশি জিজ্ঞসাবাদে তারা উল্টো ফেঁসে যায়। পরে তিনি বাদী হয়ে মামলা করেন।

রাজবাড়ী সদর থানার এসআই কামরুল আহমেদ জানান, জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। রাতের ্আঁধারে জমি থেকে কে বা কারা ছাপড়া তুলে নিয়ে গেছে। সাইদ জমিটি দেখতে গেলে প্রতিপক্ষের লোকজন বেঁধে রেখে পেট্রোল দিয়ে আগুন ধরাতে এসেছে এমন অভিযোগ করে ৯৯৯ এ ফোন দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে সাইদকে উদ্ধার করেন। পরে সাইদের কাছে থাকা ভিডিও দেখে ও অভিযোগকারীদের জিজ্ঞসাবাদে তারা বুঝতে পারেন ঘটনাটি পুরোই সাজানো।

রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, এ ঘটনায় আলমগীরসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী সাইদ। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের রাজবাড়ীর আদালতে চালান করার প্রক্রিয়া চলছে।