Dhaka ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • / ১০৯১ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায় ব্যবসায়ী হাজী দেলোয়ারের হোসেনের বাড়িতে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে ভানু খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের গফুর সরদারের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেন ঘোষণা দিয়েছিলেন ঈদ উপলক্ষে রোববার সকাল ৭টা থেকে হতদরিদ্র মানুষের মাঝে লুঙ্গি ও শাড়ী বিতরণ করা হবে। সকাল ৬টা থেকেই হতদরিদ্র মানুষ তার বাড়িতে আসতে শুরু করে। এক পর্যায়ে হুড়োহুড়ি শুরু হয়। সেখানে বৃদ্ধা নিচে পড়ে যান। মানুষের চাপে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেন জানান, ঈদ উপলক্ষে প্রতি বছর তিনি জাকাতের কাপড়-লুঙ্গি দিয়ে থাকেন। এ বছর সাড়ে তিন হাজার দুস্থ-গরিবের মধ্যে জাকাতের কাপড়-লুঙ্গি বিতরণের সময় ছিল সকাল ৭টা থেকে। ফজরের নামাজের পর পরই লোকজন জড় হতে থাকে। সকাল সাড়ে ৬টার দিকে গেট দিয়ে হুড়োহুড়ি করে আসতে গিয়ে একজন নিচে পড়ে যায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এক প্রশ্নের জবাবে জানান, জাকাতের কাপড় দেওয়ার জন্য তিনি পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তার জন্য সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু পাননি। নিহত বৃদ্ধার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জমান জানান, জাকাত নিতে গিয়ে ভিড়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা বিষয়টি যাচাই বাছাই করছি। ভিকটিমের পরিবারের কোনো অভিযোগ আছে কী না বা নিরাপত্তাজনিত কোনো ঘাটতি ছিল কীনা বিষয়গুলো দেখছি। যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা যেটা নেওয়ার সেটা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, দেলোয়ার হাজীর পক্ষ থেকে নিরাপত্তার জন্য যে চিঠি দিয়েছিলেন তাতে সকাল আটটার সময় পুলিশের যাওয়ার কথা ছিল। ঘটনা ঘটেছে সকাল সাড়ে ৬টায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪

রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায় ব্যবসায়ী হাজী দেলোয়ারের হোসেনের বাড়িতে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে ভানু খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের গফুর সরদারের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেন ঘোষণা দিয়েছিলেন ঈদ উপলক্ষে রোববার সকাল ৭টা থেকে হতদরিদ্র মানুষের মাঝে লুঙ্গি ও শাড়ী বিতরণ করা হবে। সকাল ৬টা থেকেই হতদরিদ্র মানুষ তার বাড়িতে আসতে শুরু করে। এক পর্যায়ে হুড়োহুড়ি শুরু হয়। সেখানে বৃদ্ধা নিচে পড়ে যান। মানুষের চাপে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেন জানান, ঈদ উপলক্ষে প্রতি বছর তিনি জাকাতের কাপড়-লুঙ্গি দিয়ে থাকেন। এ বছর সাড়ে তিন হাজার দুস্থ-গরিবের মধ্যে জাকাতের কাপড়-লুঙ্গি বিতরণের সময় ছিল সকাল ৭টা থেকে। ফজরের নামাজের পর পরই লোকজন জড় হতে থাকে। সকাল সাড়ে ৬টার দিকে গেট দিয়ে হুড়োহুড়ি করে আসতে গিয়ে একজন নিচে পড়ে যায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এক প্রশ্নের জবাবে জানান, জাকাতের কাপড় দেওয়ার জন্য তিনি পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তার জন্য সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু পাননি। নিহত বৃদ্ধার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জমান জানান, জাকাত নিতে গিয়ে ভিড়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা বিষয়টি যাচাই বাছাই করছি। ভিকটিমের পরিবারের কোনো অভিযোগ আছে কী না বা নিরাপত্তাজনিত কোনো ঘাটতি ছিল কীনা বিষয়গুলো দেখছি। যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা যেটা নেওয়ার সেটা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, দেলোয়ার হাজীর পক্ষ থেকে নিরাপত্তার জন্য যে চিঠি দিয়েছিলেন তাতে সকাল আটটার সময় পুলিশের যাওয়ার কথা ছিল। ঘটনা ঘটেছে সকাল সাড়ে ৬টায়।