গ্রাম পুলিশ হত্যার বিচার দাবীতে সহকর্মীদের মানবন্ধন
- প্রকাশের সময় : ০৮:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- / ১১১১ জন সংবাদটি পড়েছেন
বালিয়াকান্দিতে গ্রাম পুলিশ রনজিত হত্যার সাথে জড়িতদের বিচার দাবিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে মানবন্ধন করেছে সহকর্মীরা। হত্যাকারীদের বিচারের আওতায় আনা না হলে সকল ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ করে দেবে বলে হুমকি দেওয়া হয়। আরিফ হোসেনের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন বালিয়াকান্দি সদও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, নিহতের কাকা কালাচাঁদ দে, অসিত দাস, হাফিজুর রহমান প্রমূখ। নিহত রনজিৎ চর আড়কান্দি গ্রামের শিবেন্দ্র নাথ দের ছেলে।
গত ৫ জানুয়ারি দিবাগত রাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পাহাড়ারত অবস্থায় দুষ্কৃতকারীদের হাতে নিহত হয়। রাতে বিদ্যালয়ের নৈশ প্রহরী ইউসূপ হোসেন ও রনজিত পাহাড়ার দায়িত্বে নিয়োজিত ছিল। রাত সাড়ে ৩টার সময় রনজিত বাইরে যান। দীর্ঘ সময় ফিরে না আশায় ইউসূপ স্কুল শিক্ষক ও ইউপি সদস্যকে ফোন দেয়। ভোর ৫টায় স্কুল ভবনের পিছনে তার লাশ পাওয়া যায়।