Dhaka ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী-ঢাকা রুটে চালু হচ্ছে আর একটি কমিউটার ট্রেন

 স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
  • / ১০৯৭ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে  শনিবার থেকে চালু হচ্ছে আর এক জোড়া কমিউটার ট্রেন। রাজবাড়ী রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। একই রেক দিয়ে পরিচালিত ট্রেনটির থাকছে দুটি ভিন্ন নাম। রাজবাড়ী থেকে ঢাকা যাওয়ার সময় ট্রেনটির নাম হবে চন্দনা কমিউটার এবং ঢাকা থেকে রাজবাড়ী আসার সময় নাম হবে ভাঙ্গা কমিউটার। ছয়টি বগি নিয়ে চলাচলকারী ট্রেনটির আসন সংখ্যা ৫১২টি।

রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, সময়সূচি অনুযায়ী ভোর ৪টা ১৫ মিনিটে রাজবাড়ী স্টেশন থেকে ছেড়ে ভাঙ্গা পৌছাবে ৫টা ৩০ মিনিটে। সেখানে এক ঘণ্টা বিরতি দিয়ে সাড়ে ৬টায় ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৭টা ৫৫ মিনিটে। ঢাকা থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে ভাঙ্গা পৌছাবে রাত ৮টায়। ভাঙ্গা স্টেশনে ১০ মিনিটের বিরতি দিয়ে রাজবাড়ী পৌছাবে রাত ৯টা ৩০ মিনিটে। উভয়পথে যাত্রাবিরতি থাকছে মাত্র চারটি স্টেশনে। সেগুলো হলো ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া। ট্রেনটিতে ২৪টি প্রথম শ্রেণি, ৪৪টি শোভন চেয়ার এবং ৪২৪টি শোভন শ্রেণির আসন ব্যবস্থা থাকবে। সপ্তাহের শুক্রবার বন্ধ থাকবে এই ট্রেনটি।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, শনিবার ভোর থেকে চন্দনা কমিউটার ট্রেনটি চালু হবে। এটি ঢাকা থেকে রাজবাড়ী আসার সময় নাম হবে ভাঙ্গা কমিউটার। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ট্রেনটির বগি রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। তারা ট্রেনটির যাত্রারম্ভের জন্য প্রস্তুত আছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী-ঢাকা রুটে চালু হচ্ছে আর একটি কমিউটার ট্রেন

প্রকাশের সময় : ০৯:২১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪

রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে  শনিবার থেকে চালু হচ্ছে আর এক জোড়া কমিউটার ট্রেন। রাজবাড়ী রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। একই রেক দিয়ে পরিচালিত ট্রেনটির থাকছে দুটি ভিন্ন নাম। রাজবাড়ী থেকে ঢাকা যাওয়ার সময় ট্রেনটির নাম হবে চন্দনা কমিউটার এবং ঢাকা থেকে রাজবাড়ী আসার সময় নাম হবে ভাঙ্গা কমিউটার। ছয়টি বগি নিয়ে চলাচলকারী ট্রেনটির আসন সংখ্যা ৫১২টি।

রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, সময়সূচি অনুযায়ী ভোর ৪টা ১৫ মিনিটে রাজবাড়ী স্টেশন থেকে ছেড়ে ভাঙ্গা পৌছাবে ৫টা ৩০ মিনিটে। সেখানে এক ঘণ্টা বিরতি দিয়ে সাড়ে ৬টায় ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৭টা ৫৫ মিনিটে। ঢাকা থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে ভাঙ্গা পৌছাবে রাত ৮টায়। ভাঙ্গা স্টেশনে ১০ মিনিটের বিরতি দিয়ে রাজবাড়ী পৌছাবে রাত ৯টা ৩০ মিনিটে। উভয়পথে যাত্রাবিরতি থাকছে মাত্র চারটি স্টেশনে। সেগুলো হলো ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া। ট্রেনটিতে ২৪টি প্রথম শ্রেণি, ৪৪টি শোভন চেয়ার এবং ৪২৪টি শোভন শ্রেণির আসন ব্যবস্থা থাকবে। সপ্তাহের শুক্রবার বন্ধ থাকবে এই ট্রেনটি।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, শনিবার ভোর থেকে চন্দনা কমিউটার ট্রেনটি চালু হবে। এটি ঢাকা থেকে রাজবাড়ী আসার সময় নাম হবে ভাঙ্গা কমিউটার। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ট্রেনটির বগি রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। তারা ট্রেনটির যাত্রারম্ভের জন্য প্রস্তুত আছেন।