ট্রেনে অগ্নিসংযেগের ঘটনায় নিখোঁজদের সম্পর্কে সঠিক তথ্য প্রদানের দাবি মহিলা পরিষদের
- প্রকাশের সময় : ০৯:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / ১১১৫ জন সংবাদটি পড়েছেন
রাজধানী ঢাকায় বেনাপোল এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে সঠিক তথ্য প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা। মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিতে তারা এ দাবি করেন।
সংগঠনের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত, সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা দাস এবং আন্দোলন সম্পাদক শায়লা তাবাসসুম নেওয়াজ স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৫ জানুয়ারি ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অপ্রত্যাশিত ও ভয়াবহ অগ্নিকান্ডের আকস্মিকতায় আমরা বিমূঢ় ও গভীরভাবে মর্মাহত। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী এটি একটি নাশকতামূলক ঘটনা। তা সত্তে¡ও সাধারণ নাগরিকের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকার এড়াতে পারেনা উল্লেখ করে তারা দাবি করেন, ট্রেনগুলোতে অগ্নিকান্ডের মোকাবেলার জন্য সঠিক ব্যবস্থা ও ট্রেনে পর্যাপ্ত পরিমাণ অগ্নিনির্বাপক মজুদ রাখা, রেলপথের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা, ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া, রাজবাড়ীর এলিনা ইয়াসমীন, চন্দ্রিমা চৌধুরী ও আবু তালহাসহ নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে সঠিক তথ্য প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং তাদের পরিবারের পাশে কার্যকরীভাবে সরকারি প্রশাসনের সহযোগিতা করা।