দলিল জালিয়াতি
মায়ের মামলায় কারাগারে ছেলেসহ ৪ জন
- প্রকাশের সময় : ০৯:২৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / ১১১৪ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে দলিল জালিয়াতির অভিযোগে অশীতিপর বৃদ্ধা মজিরননেছার (৮১) দায়ের করা মামলায় ছেলে মোবারক হোসেনসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার মামলার আসামিরা রাজবাড়ী ১ নং আমলী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক সুমন হোসেন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মজিরননেছা রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া বড়মুরারীপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের স্ত্রী।
অপর তিন আসামি হলেন জাল দলিলের সাক্ষী রুবেল সরদার, জাল দলিলের সনাক্তকারী আবুল হোসেন শেখ এবং দলিল লেখক ছাত্তার শেখ।
মামলা সূত্রে জানা যায়, মজিরননেছার স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে মোবারক তার তিন সহযোগীর সহযোগিতায় মায়ের জমি জালিয়াতি করে নিজ নামে রেজিস্ট্রি করে নেন। এঘটনায় মজিরননেছা চলতি বছরের ১৪ মার্চ তারিখে রাজবাড়ী ১ নং আমলী আদালতে ছেলে মোবারক হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী তসলিম আহমেদ তপন জানান, মামলা দায়েরের পর সিআইডি তদন্ত করে এর সত্যতা পায়। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন। রোববার তারা আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, জমিটি জাল দলিল করে নেওয়ার পর মোবারক তার মাকে ভরণ পোষণ বন্ধ করে দেন। মজিরননেছা কখনও মেয়ের বাড়িতে, কখনও প্রতিবেশীর বাড়িতে, কখনও গাছ তলায় খেয়ে না খেয়ে দিনযাপন করছিলেন। বিষয়টি খুবই অমানবিক।