ডিডব্লিউ এবং গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে ‘কনসালটেশন ওয়ার্কশপ ফর এডিটরস অফ রিজিওনাল মিডিয়া আউটলেট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
- প্রকাশের সময় : ০৭:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১১৪২ জন সংবাদটি পড়েছেন
ডিডব্লিউ এবং জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে ২২-২৩ অক্টোবর দুই দিনব্যাপী ‘কনসালটেশন ওয়ার্কশপ ফর এডিটরস অফ রিজিওনাল মিডিয়া আউটলেট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সোমবার ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনা অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন। মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনা ডিডবিøউ একাডেমিকে ধন্যবাদ জ্ঞাপন করে ‘কনসালটেশন ওয়ার্কশপ ফর এডিটরস অফ রিজিওনাল মিডিয়া আউটলেট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব তুলে ধরে তাঁর বক্তব্যে মফস্বল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মফস্বল থেকে প্রচারিত সংবাদ সবসময় স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আসে না। মফস্বলের সংবাদ আপামর জনগণ যেন জানতে পারে তিনি সে আহবান জানান। সাংবাদিকদের নিয়ে এ আয়োজন পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
এসময় ডিডবিøউ একাডেমিক এর (বাংলাদেশ, ভারত ও আফগানিস্তান ) প্রোগ্রাম ডিরেক্টর প্রিয়া ইজেলবর্ন কর্মশালায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, আঞ্চলিক সাংবাদিকদের সমস্যা ও প্রয়োজনীয়তা চিহ্নিত করার জন্য এই দুই দিনের কর্মশালাার আয়োজন। আমরা সেই অনুযায়ী আমাদের কার্যক্রম ডিজাইন করবো।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, ডিডবিøউ এর প্রতিনিধি ফাহমিম ফেরদৌস ও পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশি.) আব্দুল মান্নান কর্মশালা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সমন্বয়ক হিসেবে ছিলেন সহকারী পরিচালক (গণযোগাযোগ প্রশিক্ষণ) সাইফুন্নাহার তন্বী।
প্রশিক্ষণ কর্মশালায় সমগ্র বাংলাদেশের ২৬ টি জেলা থেকে স্থানীয় পর্যায়ে প্রকাশিত পত্রিকার সম্পাদক/প্রকাশকবৃন্দ অংশগ্রহণ করেন ।