Dhaka ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিএনপির উপর হামলা মামলা গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / ১১২৩ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীতে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলা নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির একাংশ। সোমবার দুপুর ১২টায় জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম লিখিত বক্তব্যে বলেন, গত ২০ মে তারিখে বিএনপির সমাবেশে যাওয়ার সময় জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়। বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা তার বাসায় শান্তিপূর্ণ অবস্থান করছিলো। ওই সময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে বিনা উস্কানীতে তার বাড়িতে হামলা চালায়। তার কর্মীরা স্বতস্ফ‚র্তভাবে প্রতিরোধ গড়ে তোলে। ওই সময় দায়িত্বরত পুলিশ নীরব দর্শকের ভ‚মিকা পালন করে। উপরন্তু পুলিশ তার কর্মীদের উপর লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়েছে। তাদের মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে মহিলা দলনেত্রী পৌর কাউন্সিলর ফারাজানা ডেইজি, বিএনপি নেতা আফসার আলী সরদার, যুবদল নেতা খায়রুল আনাম বকুল, অ্যড. নেকবার হোসেন মনিসহ ৪১ জনের নাম উল্লেখ করে মামলা দিয়েছে। নি¤œ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। নেতাকর্মীদের মুক্তির জন্য উচ্চ আদালতে যাব। পুলিশ গতরাতে বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে হানা দিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করায় যে কাউকে গ্রেপ্তার করা হতে পারে। এটা আইনের বরখেলাপ। সরকার ফ্যাসিস্ট হয়ে উঠেছে। এভাবেই তারা ক্ষমতায় থাকতে চায়।

আমরা ক্ষমতায় থাকতে আওয়ামী লীগকে নানাভাবে সহযোগিতা করেছি। আর আমার বাড়িতে একাধিকার আক্রমণ হয়েছে। এবার পুলিশের শক্তিতে বলীয়ান হয়ে আমার বাড়িতে হামলা করা হয়েছে। এখানে আমার পরিবার বাস করে। এটা কোন ধরনের রাজনৈতিক শিষ্টাচার। দিন সবার এক রকম যায় না। যারা আমাদের হুমকি দিয়ে বলে দেখিয়ে দেব। তাদের উদ্দেশ্যে বলি, পুলিশ বাড়িতে রেখে আসেন। সম্প্রীতি রক্ষার জন্য আপনার এগিয়ে আসুন। আমরা কোনো দ্ব›দ্ব ফ্যাসাদে যেতে চাই না।

পুলিশের কাছে প্রশ্ন রাজনৈতিক সহাবস্থান শান্তি সম্প্রীতি এসব কে বিনষ্ট করছে? আমরা কি কারো বাড়িতে লাঠি নিয়ে গিয়েছি? তারা প্রজাতন্ত্রের কর্মচারী। তারা কি আমাদের নিরাপত্তা দেবে না? তিনি প্রশ্ন রাখেন মোটরসাইকেল নিয়ে বাড়িতে হামলার নাম কি শান্তি সমাবেশ? হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি নাসিরুল হক সাবু, জেলা বিএনপি নেতা আবু নইম আনছারী, অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, আব্দুর রাজ্জাক খান প্রমুখ। পরিচালনা করেন গাজী আহসান হাবীব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিএনপির উপর হামলা মামলা গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৯:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

রাজবাড়ীতে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলা নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির একাংশ। সোমবার দুপুর ১২টায় জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম লিখিত বক্তব্যে বলেন, গত ২০ মে তারিখে বিএনপির সমাবেশে যাওয়ার সময় জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়। বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা তার বাসায় শান্তিপূর্ণ অবস্থান করছিলো। ওই সময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে বিনা উস্কানীতে তার বাড়িতে হামলা চালায়। তার কর্মীরা স্বতস্ফ‚র্তভাবে প্রতিরোধ গড়ে তোলে। ওই সময় দায়িত্বরত পুলিশ নীরব দর্শকের ভ‚মিকা পালন করে। উপরন্তু পুলিশ তার কর্মীদের উপর লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়েছে। তাদের মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে মহিলা দলনেত্রী পৌর কাউন্সিলর ফারাজানা ডেইজি, বিএনপি নেতা আফসার আলী সরদার, যুবদল নেতা খায়রুল আনাম বকুল, অ্যড. নেকবার হোসেন মনিসহ ৪১ জনের নাম উল্লেখ করে মামলা দিয়েছে। নি¤œ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। নেতাকর্মীদের মুক্তির জন্য উচ্চ আদালতে যাব। পুলিশ গতরাতে বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে হানা দিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করায় যে কাউকে গ্রেপ্তার করা হতে পারে। এটা আইনের বরখেলাপ। সরকার ফ্যাসিস্ট হয়ে উঠেছে। এভাবেই তারা ক্ষমতায় থাকতে চায়।

আমরা ক্ষমতায় থাকতে আওয়ামী লীগকে নানাভাবে সহযোগিতা করেছি। আর আমার বাড়িতে একাধিকার আক্রমণ হয়েছে। এবার পুলিশের শক্তিতে বলীয়ান হয়ে আমার বাড়িতে হামলা করা হয়েছে। এখানে আমার পরিবার বাস করে। এটা কোন ধরনের রাজনৈতিক শিষ্টাচার। দিন সবার এক রকম যায় না। যারা আমাদের হুমকি দিয়ে বলে দেখিয়ে দেব। তাদের উদ্দেশ্যে বলি, পুলিশ বাড়িতে রেখে আসেন। সম্প্রীতি রক্ষার জন্য আপনার এগিয়ে আসুন। আমরা কোনো দ্ব›দ্ব ফ্যাসাদে যেতে চাই না।

পুলিশের কাছে প্রশ্ন রাজনৈতিক সহাবস্থান শান্তি সম্প্রীতি এসব কে বিনষ্ট করছে? আমরা কি কারো বাড়িতে লাঠি নিয়ে গিয়েছি? তারা প্রজাতন্ত্রের কর্মচারী। তারা কি আমাদের নিরাপত্তা দেবে না? তিনি প্রশ্ন রাখেন মোটরসাইকেল নিয়ে বাড়িতে হামলার নাম কি শান্তি সমাবেশ? হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি নাসিরুল হক সাবু, জেলা বিএনপি নেতা আবু নইম আনছারী, অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, আব্দুর রাজ্জাক খান প্রমুখ। পরিচালনা করেন গাজী আহসান হাবীব।