Dhaka ০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
আগ্নেয়াস্ত্র ছোরা ও মোটরসাইকেল উদ্ধার

কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • / ১১১৭ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীতে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র মিলেনিয়াম মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ানশুটারগান, একটি ১২ বোর কার্তুজ, একটি ধারালো ছোরা এবং নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী শহরের সজ্জনকান্দার ৫ নং ওয়ার্ডের রহমত মোল্লার ছেলে মশিউর রহমান ওরফে মিথুন মোল্লা এবং শ্রীপুরের জব্বারের শেখের ছেলে হাবিল শেখ। এদের মধ্যে মিথুন মোল্লার বিরুদ্ধে ১২টি এবং হাবিলের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

রাজবাড়ী ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, মিথুন ও হাবিল কিশোর গ্যাংয়ের সদস্য। মিথুনের বিরুদ্ধে ছিনতাই, রাহাজানি, মারামারি, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ১২টি এবং হাবিলের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে দ্ইুটি মামলা রয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন কথাবার্ত বলে। পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে অস্ত্র ও ছোরা উদ্ধার করা হয়। তাদের বহনকারী মোটরসাইকেলটি নম্বরবিহীন। একারণে সেটিও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা কোনো ধরনের অপতৎপরতায় লিপ্ত ছিল। এবং এলাকায় আধিপত্য বিস্তারের কারণে বিচরণ করছিল- এমনটি পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আগ্নেয়াস্ত্র ছোরা ও মোটরসাইকেল উদ্ধার

কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

রাজবাড়ীতে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র মিলেনিয়াম মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ানশুটারগান, একটি ১২ বোর কার্তুজ, একটি ধারালো ছোরা এবং নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী শহরের সজ্জনকান্দার ৫ নং ওয়ার্ডের রহমত মোল্লার ছেলে মশিউর রহমান ওরফে মিথুন মোল্লা এবং শ্রীপুরের জব্বারের শেখের ছেলে হাবিল শেখ। এদের মধ্যে মিথুন মোল্লার বিরুদ্ধে ১২টি এবং হাবিলের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

রাজবাড়ী ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, মিথুন ও হাবিল কিশোর গ্যাংয়ের সদস্য। মিথুনের বিরুদ্ধে ছিনতাই, রাহাজানি, মারামারি, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ১২টি এবং হাবিলের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে দ্ইুটি মামলা রয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন কথাবার্ত বলে। পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে অস্ত্র ও ছোরা উদ্ধার করা হয়। তাদের বহনকারী মোটরসাইকেলটি নম্বরবিহীন। একারণে সেটিও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা কোনো ধরনের অপতৎপরতায় লিপ্ত ছিল। এবং এলাকায় আধিপত্য বিস্তারের কারণে বিচরণ করছিল- এমনটি পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।