রাজবাড়ীতে নানা আয়োজনে বর্ষবরণ
- প্রকাশের সময় : ১০:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ১১৪৯ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগ জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে আ¤্রকাননে প্রভাতী সঙ্গীতের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য তও নাটক পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।
এছাড়া বর্ষবরণ উদযাপন পর্ষদ, রাজবাড়ীর উদ্যোগে শহরের আজাদী ময়দানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৭টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ষবরণ উদযাপন পর্ষদ, রাজবাড়ীর আহŸায়ক জ্যোতিশংকর ঝন্টু। পরে জেলার ১৯টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একটি মঙ্গল ’শোভাযাত্রা শহর প্রদিক্ষণ করে।