Dhaka ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ভয়ংকর মাদক আইস উদ্ধার \ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • / ১১২৪ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীতে ভয়ংকর মাদক আইস উদ্ধার হয়েছে। এসময় একেএম ফজলে রাব্বি নামে একজনকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড় মসজিদের পেছন থেকে ১৪ গ্রাম আইসসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাব্বি ফরিদপুর কোতোয়ালী থানার পশ্চিম পশরা গ্রামের মইনুদ্দিন মোল্লার ছেলে। সজ্জনকান্দা এলাকায় সে সস্ত্রীক বাসা ভাড়া করে থাকতো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সজ্জনকান্দার ভাড়া বাসায় অভিযান চালান। মূলত তারা ইয়াবা উদ্ধারের টার্গেট নিয়ে অভিযান চালিয়েছিলেন। অভিযানে তারা ভয়ংকর মাদক আইস উদ্ধার করেন। এসময় রাব্বিকে গ্রেপ্তার করা হয়। তার দৃশ্যমান কোনো পেশা নেই। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত। প্রতি গ্রাম আইসের মূল্য ১০ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে রাব্বি জানিয়েছে, সে এই প্রথম আইসের চালান রাজবাড়ীতে এনেছে। এই মাদক ছড়িয়ে দেওয়া তার লক্ষ্য ছিল। রাব্বিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ভয়ংকর মাদক আইস উদ্ধার \ গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৮:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

রাজবাড়ীতে ভয়ংকর মাদক আইস উদ্ধার হয়েছে। এসময় একেএম ফজলে রাব্বি নামে একজনকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড় মসজিদের পেছন থেকে ১৪ গ্রাম আইসসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাব্বি ফরিদপুর কোতোয়ালী থানার পশ্চিম পশরা গ্রামের মইনুদ্দিন মোল্লার ছেলে। সজ্জনকান্দা এলাকায় সে সস্ত্রীক বাসা ভাড়া করে থাকতো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সজ্জনকান্দার ভাড়া বাসায় অভিযান চালান। মূলত তারা ইয়াবা উদ্ধারের টার্গেট নিয়ে অভিযান চালিয়েছিলেন। অভিযানে তারা ভয়ংকর মাদক আইস উদ্ধার করেন। এসময় রাব্বিকে গ্রেপ্তার করা হয়। তার দৃশ্যমান কোনো পেশা নেই। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত। প্রতি গ্রাম আইসের মূল্য ১০ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে রাব্বি জানিয়েছে, সে এই প্রথম আইসের চালান রাজবাড়ীতে এনেছে। এই মাদক ছড়িয়ে দেওয়া তার লক্ষ্য ছিল। রাব্বিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।