রাজবাড়ীতে ভাষা শহীদ দিবস পালিত
- প্রকাশের সময় : ০৮:০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১১২২ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদ খুশী রেলওয়ে ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন।
সকালে জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল, রাজবাড়ী সুহৃদ সমাবেশসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে ডা. আবুল হোসেন কুইজ প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, একুশের প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।