চামটা আদর্শ বিদ্যালয়ে অবৈধভাবে শিক্ষক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৮:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১১৩৯ জন সংবাদটি পড়েছেন
বালিয়াকান্দি সদর ইউনিয়নের চামটা আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধভাবে শিক্ষক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। চামটা এলাকাবাসীর ব্যানারে শনিবার সকালে চামটা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস, লিটন বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস, ভগেন বিশ্বাস, ভোলা মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, বালিয়াকান্দি উপজেলার চামটা আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৯ সালে স্থাপিত হয়। বিদ্যালয়টি স্থাপনের পর থেকে মোহাম্মদ আলী নামে একজন ব্যক্তি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিশা সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এরপর প্রনব কুমার রায় ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সন্ধ্যা বিশ্বাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ২৪ ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্ধ্যা রানী বিশ্বাসের স্বাক্ষরিত কাগজপত্রে সহকারী শিক্ষকসহ একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হলে দেড় বছর আগে প্রধান শিক্ষক হিসেবে সরোজ কুমার বসুকে অবৈধভাবে নিয়োগ দেন বর্তমান সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস। এছাড়া সুরুজ কুমার বসু, সঞ্জিত কুমার রায়, চন্দ্রকান্ত মন্ডল, জিল্লুর রহমানকেও অবৈধভাবে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বক্তারা সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ বসু বলেন, নিয়মানুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। একটি মহল এখন নানা ভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।