Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
 চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার

আন্তঃ জেলা গাড়ি চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২৮:০২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১১৫৮ জন সংবাদটি পড়েছেন

আন্তঃ জেলা গাড়ি চোর চক্রের চার সদস্যকে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। একই সাথে নরসিংদী সদর উপজেলার জেলখানার মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের পেছন থেকে উদ্ধার করা হয়েছে চোরাই প্রাইভেটকার। শনিবার রাজবাড়ী সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর জেলার সালথা উপজেলার লক্ষণদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেজবাউল হক, ফরিদপুর কোতোয়ালী থানার তাম্বুলখানা গ্রামের রব হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার ওরফে সেলিম বাবু হাওলাদার, যশোর জেলার চৌগাছা থানার কুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে লিখন মিয়া ওরফে নয়ন এবং নরসিংদী জেলার শিবপুর থানার তেলিয়াবাজার এলাকার আলী হোসেনের ছেলে রিফাত হোসেন ওরফে ফালাইনা।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৯ নভেম্বর তারিখে রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষীপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার চুরি হয়। এ ঘটনায় প্রাইভেটকারের মালিক পলাশ খন্দকার ওইদিনই রাজবাড়ী সদর থানায় একটি জিডি করেন। এর সূত্র ধরে পুলিশ তদন্ত কাজ শুরু করে। তদন্তের এক পর্যায়ে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার ভাড়াটিয়া মাদ্রাসা শিক্ষক মেজবাউল হককে আটক করা হয়। পুলিশি জিজ্ঞসাবাদে তার দেওয়া তথ্যমতে গত দুই দিনে ঢাকার আশুলিয়া, গাজীপুরের কালিয়াকৈর এবং নরসিংদী থেকে এ চক্রের আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সাথে উদ্ধার করা হয় চুরি যাওয়া প্রাইভেটকারটিও।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাইভেটকার চুরির বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রাইভেটকার চুরি করে রং এবং রেজিস্ট্রেশন নম্বর বদলে ক্রয় বিক্রয় করে আসছে।

এসময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সদর থানার ওসি শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

 চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার

আন্তঃ জেলা গাড়ি চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:২৮:০২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩

আন্তঃ জেলা গাড়ি চোর চক্রের চার সদস্যকে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। একই সাথে নরসিংদী সদর উপজেলার জেলখানার মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের পেছন থেকে উদ্ধার করা হয়েছে চোরাই প্রাইভেটকার। শনিবার রাজবাড়ী সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর জেলার সালথা উপজেলার লক্ষণদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেজবাউল হক, ফরিদপুর কোতোয়ালী থানার তাম্বুলখানা গ্রামের রব হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার ওরফে সেলিম বাবু হাওলাদার, যশোর জেলার চৌগাছা থানার কুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে লিখন মিয়া ওরফে নয়ন এবং নরসিংদী জেলার শিবপুর থানার তেলিয়াবাজার এলাকার আলী হোসেনের ছেলে রিফাত হোসেন ওরফে ফালাইনা।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৯ নভেম্বর তারিখে রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষীপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার চুরি হয়। এ ঘটনায় প্রাইভেটকারের মালিক পলাশ খন্দকার ওইদিনই রাজবাড়ী সদর থানায় একটি জিডি করেন। এর সূত্র ধরে পুলিশ তদন্ত কাজ শুরু করে। তদন্তের এক পর্যায়ে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার ভাড়াটিয়া মাদ্রাসা শিক্ষক মেজবাউল হককে আটক করা হয়। পুলিশি জিজ্ঞসাবাদে তার দেওয়া তথ্যমতে গত দুই দিনে ঢাকার আশুলিয়া, গাজীপুরের কালিয়াকৈর এবং নরসিংদী থেকে এ চক্রের আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সাথে উদ্ধার করা হয় চুরি যাওয়া প্রাইভেটকারটিও।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাইভেটকার চুরির বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রাইভেটকার চুরি করে রং এবং রেজিস্ট্রেশন নম্বর বদলে ক্রয় বিক্রয় করে আসছে।

এসময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সদর থানার ওসি শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।