Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
রাজবাড়ী একাডেমির আয়োজন

২ দিনব্যাপী বাংলা উৎসবে প্রাণের উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • / ১১৩৩ জন সংবাদটি পড়েছেন

সকাল থেকেই সাজ সাজ রব। দলে দলে আসছে শিক্ষার্থীরা। তাদের কোলাহলে মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গন। অংশ নেয় তারা বাংলা ভাষা ভিত্তিক নানা প্রতিযোগিতায়। দুই দিনব্যাপী বাংলা উৎসবের প্রথম দিনের চিত্র ছিল এমনই। বাংলা ভাষা চর্চা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ব্যতিক্রমী এ বাংলা উৎসবের আয়োজক রাজবাড়ী একাডেমি। অষ্টম বারের মত এবার অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব।


জেলার প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে এ উৎসবে। উৎসবে বাংলা ভাষা ভিত্তিক ৪৮টি বিষয়ে প্রতিযোগিতা রয়েছে। যার মধ্যে রয়েছে দেয়ালিকা প্রদর্শনী, হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন, বর্ণ দিয়ে শব্দ তৈরি, কুইজ, বানান শুদ্ধিকরণ, বর্ণ লিখন, বিরাম চিহ্নের ব্যবহার, বুক রিভিউ, যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি ইত্যাদি।
উৎসব প্রাঙ্গনে একটি প্রদর্শনী বাংলো নির্মাণ করে সেখানে বাংলা সাহিত্যের আদি নিদর্শন, রাজবাড়ী জেলার সাহিত্যকর্মসহ বিভিন্ন পত্র পত্রিকা রাখা হয়েছে। যা দেখতে ভিড় করছে শিক্ষার্থীরা।


সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন কথা সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এনএএম মোমেনুজ্জামান, শিক্ষানুরাগী নাসিম শফি, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন। সংগঠনের কর্মীরা অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেন।


বিকেলে আবৃত্তি ও উচ্চারণ ভাবনা শীর্ষক আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন মু. সিদ্দিকুর রহমান পারভেজ মাহমুদুল হাকিম তানভীর। এরপর অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দুইজন শিক্ষক ও তিনজন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।


রাজবাড়ী একাডমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান জানান, বাংলা ভাষার চর্চা, ভাষার সঠিক ব্যবহার আর নতুন প্রজন্ম যাতে বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট হয় এ লক্ষ্য নিয়ে ২০১০ সাল থেকে বাংলা উৎসবের আয়োজন করেন। উৎসবে বিভিন্ন বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তাদের উৎসাহ উদ্দীপনা দেখে বেশ ভালো লাগে। এছাড়া উৎসব সফল করতে জেলার সাংস্কৃতিক কর্মী, শিক্ষানুরাগী, শিক্ষক আন্তরিকভাবে সহযোগিতা করে থাকেন। সবার সহযোগিতায় উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।  আগামীতে তারা আরও সৃষ্টিশীল কাজ করতে চান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী একাডেমির আয়োজন

২ দিনব্যাপী বাংলা উৎসবে প্রাণের উচ্ছ্বাস

প্রকাশের সময় : ০৮:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩

সকাল থেকেই সাজ সাজ রব। দলে দলে আসছে শিক্ষার্থীরা। তাদের কোলাহলে মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গন। অংশ নেয় তারা বাংলা ভাষা ভিত্তিক নানা প্রতিযোগিতায়। দুই দিনব্যাপী বাংলা উৎসবের প্রথম দিনের চিত্র ছিল এমনই। বাংলা ভাষা চর্চা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ব্যতিক্রমী এ বাংলা উৎসবের আয়োজক রাজবাড়ী একাডেমি। অষ্টম বারের মত এবার অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব।


জেলার প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে এ উৎসবে। উৎসবে বাংলা ভাষা ভিত্তিক ৪৮টি বিষয়ে প্রতিযোগিতা রয়েছে। যার মধ্যে রয়েছে দেয়ালিকা প্রদর্শনী, হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন, বর্ণ দিয়ে শব্দ তৈরি, কুইজ, বানান শুদ্ধিকরণ, বর্ণ লিখন, বিরাম চিহ্নের ব্যবহার, বুক রিভিউ, যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি ইত্যাদি।
উৎসব প্রাঙ্গনে একটি প্রদর্শনী বাংলো নির্মাণ করে সেখানে বাংলা সাহিত্যের আদি নিদর্শন, রাজবাড়ী জেলার সাহিত্যকর্মসহ বিভিন্ন পত্র পত্রিকা রাখা হয়েছে। যা দেখতে ভিড় করছে শিক্ষার্থীরা।


সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন কথা সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এনএএম মোমেনুজ্জামান, শিক্ষানুরাগী নাসিম শফি, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন। সংগঠনের কর্মীরা অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেন।


বিকেলে আবৃত্তি ও উচ্চারণ ভাবনা শীর্ষক আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন মু. সিদ্দিকুর রহমান পারভেজ মাহমুদুল হাকিম তানভীর। এরপর অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দুইজন শিক্ষক ও তিনজন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।


রাজবাড়ী একাডমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান জানান, বাংলা ভাষার চর্চা, ভাষার সঠিক ব্যবহার আর নতুন প্রজন্ম যাতে বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট হয় এ লক্ষ্য নিয়ে ২০১০ সাল থেকে বাংলা উৎসবের আয়োজন করেন। উৎসবে বিভিন্ন বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তাদের উৎসাহ উদ্দীপনা দেখে বেশ ভালো লাগে। এছাড়া উৎসব সফল করতে জেলার সাংস্কৃতিক কর্মী, শিক্ষানুরাগী, শিক্ষক আন্তরিকভাবে সহযোগিতা করে থাকেন। সবার সহযোগিতায় উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।  আগামীতে তারা আরও সৃষ্টিশীল কাজ করতে চান।