দলিত জনগোষ্ঠির নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৯:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / ১২০০ জন সংবাদটি পড়েছেন
জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠির প্রতিনিধিত্ব নিশ্চিতসহ নাগরিক প্রতিষ্ঠার দাবিতে সোমবার বিকেলে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি অরুণ কুমার সরকারের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, তন্ময় কুমার দাস, হরিজন সম্প্রদায়ের বাসুদেব হেলা, উত্তম হেলা প্রমুখ।
বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠি সম্প্রতদায়ের মানুষ শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব দিক দিয়েই বঞ্চিত হচ্ছে। তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও চাকুরি পাচ্ছে না। তাদের পেশার মানুষদের বাইরে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে।