আহত ২
পাংশায় অনানুমোদিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ট্রাক
- প্রকাশের সময় : ০৬:৫১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ১৩১৫ জন সংবাদটি পড়েছেন
গোয়ালন্দ ঘাট-পোড়াদহ রেলপথের রাজবাড়ীর পাংশা উপজেলার সত্যজিৎপুর এলাকায় অনানুমোদিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে খোয়াভর্তি ট্রাক। এতে ট্রাকচালকের সহকারী খাইরুল ইসলাম ও রেল কর্মচারী জোহান মোল্লা আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এই রেলপথে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আহত খাইরুল পাংশার বাবুপাড়ার সমশের মোল্লার ছেলে এবং জোহান মোল্লা ফরিদপুর জেলার নগরকান্দার হাসমত মোল্লার ছেলে। এদের মধ্যে গুরুতর আহত খাইরুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং জোহানকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে কুষ্টিয়ার পোড়াদহগামী সাটল ট্রেনটি পাংশা রেল স্টেশনের দেড় কিলোমিটার পূর্বে সত্যজিৎপুর এলাকায় অনানুমোদিত রেল ক্রসিং অতিক্রম করার সময় ইটের খোয়াবাহী একটি ট্রাক রেল লাইনে উঠে পড়ে। ট্রেনটি ট্রাকটিকে ঠেলে বেশ কিছু দূর নিয়ে যায়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রাকে থাকা চালকের সহকারী খায়রুল ও রেলপথে কাজ করতে থাকা রেল কর্মচারী জোহান আহত হন।
সাটল ট্রেনের গার্ড রেজাউল করিম জানান, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই রেলগেটের কোনো অনুমোদন নেই। রেলগেট পার হওয়ার সময় ট্রেনের হুইসেল বাজানো হয়। কিন্তু ট্রাকের চালক ট্রেন আসার বিষয়টি খেয়াল করেনি। ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিনের সামান্য ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
পাংশা রেলওয়ে স্টেশন মাস্টার জীবন বৈরাগী জানান, এ ঘটনায় এ রেলপথে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রেল লাইন থেকে ট্রাক সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।