পাংশায় বাজার তদারকি অভিযানে ১৩ ব্যবসায়ীর জরিমানা
- প্রকাশের সময় : ০৯:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১২২৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে পাংশা শহরে বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। এসময় বিভিন্ন অভিযোগে ১৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী, রাজবাড়ী জেলা রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, পাংশা উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. তৈয়বুর রহমান বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাংশা বাজারে বাজার তদারকি অভিযান পরিচালিত করেন। অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩, ৪৫ ও ৫১ ধারায় ১৩ জন ব্যবসায়ীকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
একই সাথে দোকানে পণ্যের বিক্রয় মূল্য তালিকা সংরক্ষণ, বেশি দামে পণ্য বিক্রয় না করা এবং ভেজাল দ্রব্য বিক্রি না করাসহ বিভিন্ন বিষয়ে দোকানদারদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।