বালিয়াকান্দিতে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১২০৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নলিয়া গ্রাম খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, নলিয়া গ্রাম খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব জ্যোতি বিশ্বাস, ব্যবসায়ী গোবিন্দ বিশ্বাস, জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে ২৭ টাকা কেজি দরে ৭২০ মেট্রিক টন ধান, ৪০ টাকা কেজি দরে ৭৫ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এ কার্যক্রম চলবে।
Tag :