বালিয়াকান্দিতে সেলাই মেশিন ও চেক বিতরণ
- প্রকাশের সময় : ০৬:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১১৮৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং নির্যাতিত দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথির সেলাই মেশিন ও চেক বিতরণ করেন, রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। এসময় উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলী, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নায়েব আলী শেখসহ সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।