বালিয়াকান্দিতে বিধি নিষেধ উপেক্ষা করে বৌভাতের আয়োজন ॥ বরের ৩০ হাজার টাকা জরিমানা
- প্রকাশের সময় : ০৮:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১২৫৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ কঠোর লকডাউনে বিধি নিষেধ উপেক্ষা করে বৌভাতের আয়োজন করায় বর সুকান্ত চন্দ্র রায়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের যদুরমোড় এলাকায় এ ঘটনা ঘটে। সুকান্ত একই এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বৌভাতের আয়োজন বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।
জানা যায়, সুকান্ত রায় গত বুধবার বিয়ে করেন। বিয়ে পরবর্তী তার নিজ বাড়িতে বৌভাতের আয়োজন করেন। যেখানে শতাধিক লোককে নিমন্ত্রণ করা হয়। দুপুর থেকে নিমন্ত্রিত অতিথিরা বরের বাড়িতে আসতে শুরু করে। ব্যাপক জনসমাগম হওয়ার বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ও বালিয়াকান্দি থানার পুলিশ সেখানে অভিযান চালায়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানান, সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে জাঁকজমকভাবে বৌভাতের আয়োজন করা হয়েছে- এমন খবর পেয়ে বরের বাড়িতে অভিযান চালিয়ে এর সত্যতা পান। একারণে বরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।