বালিয়াকান্দি: মোবাইল কোর্টে জরিমানা আদায়
- প্রকাশের সময় : ০৭:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
- / ১১৯৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ভোক্তা অধিকার বাস্তবায়ন ও সংক্রামন ব্যাধি করোনা কোভিড ১৯ প্রতিরোধে রাজবাড়ী জেলায় মোবাইল কোর্টের জরিমান আদায়। (১ আগস্ট) রবিবার সকাল ১০-০০টায় ফারজানা আক্তার সহকারী কমিশনার ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট স্যারের নেতৃত্বে রাজবাড়ীর বালিয়াকান্দি বাজার ও জামারপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। জনগনকে সরকারী আদেশ ও আইন এবং স্বাস্থ্যবিধি পালনের জন্য নির্দেশ দেওয়া হয়।।স্বাস্থ্য বিধি লংঘনে দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ০৭ জন ব্যাক্তিকে ৪,৩০০/= টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। খান ড্রাগ হাউজ, বালিয়াকান্দি বাজারের রামপদ বিশ্বাসকে চক্ষু চিসিৎসায় কোন অনুমোদিত প্রাতিষ্ঠানিক সনদ ও যোগ্যতা না থাকা, ভুল চিকিৎসায় সেবা গ্রহীতার স্বাস্থ্য, অর্থ ও জীবনহানি ঘটানোর মত কার্যকলাপের জন্য ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০/= টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়।অভিযানে মোট মামলা ৮ টি এবং জরিমানা ১৪,৩০০/= টাকা। সহযোগিতায় প্রসিকিউটর সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিস রাজবাড়ী।শৃঙ্খলায় বালিয়াকান্দি থানার এ,এস আই মোঃ ইলিয়াস মোল্লা এর নেতৃত্বে পুলিশের একটি টিম।পেসকার মোঃ আফতাব উদ্দিন প্রামাণিক। জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।