রাজবাড়ীতে নারী শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের স্মারকলিপি
- প্রকাশের সময় : ০৮:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১২৬৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা। বৃহস্পতিবার সংগঠনের নেবৃবৃন্দ পৃথকভাবে এই স্মারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহার ও সাধারণ সম্পাদক সবিতা চন্দ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে ভানু কুন্ডু নামে এক ব্যক্তি ১১ বছরের শিশুকে পাউরুটি খাওয়ার লোভ দেখিয়ে বলাৎকার করে।
এর আগে পাংশায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করার পর ভিডিও ধারণ করে তাকে জিম্মি করে টাকা দাবি করে। এসব ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, আমরা আতংকিত ও শংকিত যে করোনা মহামারীতে সারা পৃথিবী যখন বিপদগ্রস্ত লাখ লাখ মানুষের প্রাণহানী হচ্ছে তখন বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ নির্যাতন থেমে নাই বরং ক্রমাগতভাবে আশংকাজনক হারে তা বৃদ্ধি পাচ্ছে। ঘটনার সাথে জড়িতরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।