করোনা রোধে জনসচেতনতায় সাংস্কৃতিক কর্মী পাপুন
- প্রকাশের সময় : ০৭:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫১৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ করোনা প্রতিরোধে মাস্ক পরিধানের বিকল্প নেই। এমন জনসচেতনতা তৈরি করতে মাঠে নেমেছেন সাংস্কৃতিক কর্মী তাশফিন সালেহীন পাপুন ও তার বন্ধুরা।
শনিবার বিকেলে তারা রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে দেড় হাজার মাস্ক বিতরণ করেন এবং মানুষকে করোনারোধে সচেতন হওয়ার অনুরোধ করেন। পাপুন রাজবাড়ী শহরের বড়পুল সজ্জনকান্দা গ্রামের বাসিন্দা। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আদর্শবান, ত্যাগী নেতা অ্যড. রফিকুস সালেহীনের ছেলে পাপুন জাইকায় কর্মরত রয়েছেন।
তাশফিন সালেহীন পাপুন বলেন, করোনার শুরুতে রাজবাড়ীর স্বচ্ছোসবেী, সামাজকি রাজনতৈকি সংগঠন ও প্রশাসনরে র্কাযক্রম খুবই দৃষ্টান্ত মূলক ছলি। ফলশ্রুততিে সংক্রমণ ছলি নম্নিমুখী। কন্তিু এখন সংক্রমণরে হার ছোট শহর হসিাবে শংকার। মানুষ করোনার ভয়কে জয় করে যনে সচতেনতাকে অবহলো করতে শুরু না করে এজন্যই এই সচতেনতা চলমান রাখার উদ্যোগ।