কালুখালীর রবিউল হত্যার বিচার দাবিতে সোচ্চার এলাকাবাসী
- প্রকাশের সময় : ০৭:১৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৩৮৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান বেকারী ব্যবসায়ী রবিউল ইসলাম হত্যার বিচার দাবিতে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী। বুধবার সকালে তারা কালুখালী উপজেলাা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। এ মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, বেতবাড়িয়া গ্রামের সর্বস্তরের মানুষ ছাড়াও ‘দেশ বাঁচাও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাঁচাও’ এবং ‘মুক্তিযুদ্ধের সপক্ষে জনগণ’ নামক দুটি সংগঠন অংশগ্রহণ করে।
মানববন্ধনে নিহতের মা ফুলজান বিবি, ভাই শাজহান বিশ্বাস, বোন ইউপি সদস্য আমেনা বেগম, ফরিদা পারভীন অংশ নিয়ে রবিউল হত্যার জন্য দায়ী আওয়ামী লীগ নেতা ইউসুফ মেম্বারকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এসময় এক সমাবেশে অন্যদের মাাঝে বক্তৃতা করেন মুক্তিযুদ্ধের সপক্ষে জনগণ এর সভাপতি নজরুল ইসলাম জোয়ার্দার, শ্রমিক নেতা ইশারত আলী খান, আওয়ামী লীগ নেতা হারুনর অর রশিদ, জাসদ নেতা আব্দুল জলিল, এলাকাবাসী মুক্তার বিশ্বাস প্রমুখ।
গত ১৪ আগস্ট গভীর রাতে রবিউল ইসলামকে দুর্বৃত্তরা হত্যা করে। এঘটনায় নিহতের স্ত্রী কালুখালী থানায় মামলা দায়ের করেন। মামলার এক আসামিসহ সন্দিগ্ধ দুজন গ্রেপ্তার হয়েছে। হত্যার প্রতিবাদে ইতিপূর্বে রাজবাড়ীতেও মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।