রাজবাড়ী থেকে ডাকাতি হওয়া ১০ লক্ষাধিক টাকার সিগারেট গাজীপুর থেকে উদ্ধার ॥ পুলিশ সুপারের প্রেস ব্রিফিং
- প্রকাশের সময় : ০৬:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৮৩২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥রাজবাড়ী পৌর এলাকার ভাবানীপুর থেকে ডাকাতি হওয়া সিগারেটর একাংশ গাজীপুর জেলার টঙ্গীবাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো গাজীপুর জেলার রায়পুর থানার লুধুয়া গ্রামের নজির আহেমেদের ছেলে হুমায়ুন কবির, ঢাকার আশুলিয়া থানার আনোয়ার হোসেনের ছেলে শাহাবুদ্দিন শাবু ও মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আব্দুর রশিদ শেখেরর ছেলে মোতালেব। একই সাথে ডাকাতিকাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
ডাকাতি হওয়া সিগারেট উদ্ধারের ঘটনায় বুধবার রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, রাজবাড়ী সদর থানার ওসি স্¦পন কুমার মজুমদার প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম জানান, গত ১৯ জুলাই রাত আড়াইটার দিকে চার জন ডাকাত রাজবাড়ীর ভবানীপুরে ব্রিটিশ অ্যমেরিকার টোবাকো কোম্পানীর পরিবেশকের গুদামে ঢুকে দারোয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪৫ লাখ টাকার সিগারেট ডাকাতি করে নিয়ে যায়। এঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি ডাকাতি মামলা হলে পুলিশ তদন্তকাজ শুরু করে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে গাজীপুর জেলার টঙ্গীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া সিগারেটের একাংশ উদ্ধার করতে সমর্থ হয়। উদ্ধারকৃত সিগারেটের দাম ১০ লক্ষাধিক টাকা। পুলিশ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অভিযানে ছিলেন সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, এসআই সোহেল রানা, এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই হেমায়েত হোসেন, এএসআই সামাদ মোল্লা, এএসআই অনুপ চন্দ্র সরকার।