রাজবাড়ীতে ১৭ দফা দাবিতে সিপিবি’র পদযাত্রা ও পথসভা
- প্রকাশের সময় : ০৬:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ২০৪৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে বৃহস্পতিবার ১৭ দফা দাবিতে কমিউনিস্ট পার্টির (সিপিবি) পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।
কর্মসূচি পালন উপলক্ষে সকালে সংগঠনের নেতাকর্মীরা শহরের আজাদী ময়দানের পাশে সংগঠনের কার্যালয়ে জড়ো হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি শহরের বড়পুল, পাবলিক হেলথ মোড় , শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে সদর উপজেলার গোয়ালন্দ মোড় গিয়ে শেষ হয়। দুপুর আড়াইটায় গোয়ালন্দ মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া। এতে প্রধান অতিথি সিপিবির কেন্দ্রীয় কমিটি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, প্রেসিডিয়াম সদস্য ক্বাফী রতন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আইনজীবী বাবন চক্রবর্তী, আবুল কালাম, দাউদ খান, আবদুল হালিম বাবু প্রমূখ।
কমরেড সেলিম বলেন, দেশে সংকট ক্রমাগত ভাবে বেড়ে চলছে। এ ধরণের সংকট পাকিস্তানের আমলে হয়েছিলো। তাঁরা আমাদের সংকট পাচার করেছিলো। তখন দেশে দুটি ধারা চালু হয়েছিলো। শোষিত পূর্ব পাকিস্তান ও লুটেরা পশ্চিম পাকিস্তান। এখন আমাদের দেশেও আবার হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। ক্যাসিনো, বালিস কেলেংকারী, পর্দা কেলেংকারীর মতো ঘটনা সবাই জানেন। দেশের ৯৯ শতাংশ মানুষ এখন শোষিত অবস্থায় আছে।
তিনি বলেন, ঘনঘন বিদ্যুৎ, গ্যাস, পানি, বাড়িভাড়াসহ নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। সরকার প্লেনে করে পেঁয়াজ আমদানী করছে। এরপর মন্ত্রীরা নানা ধরণের বক্তব্য দিচ্ছে। এতে করে পেঁয়াজের দাম আবারো বেড়ে যাচ্ছে। দেশের সাধারণ মানুষ এখন এই অবস্থা থেকে মুক্তি চায়। এজন্য মেহনতী মানুষের সরকার কায়েম করতে হবে। সরকারের দেশবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে গ্রামে গঞ্জে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সিপিবির ১৭ দফা দাবি বাস্তবায়নের জন্য জনমত গড়ে তুলতে হবে।