রাজবাড়ীতে মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ২১৬৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ‘শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ স্লোগভনকে সামনে রেখে মাদকাসক্তি, জঙ্গীবাদ, নারী শিশু নির্যাতন, হত্যা ও সন্ত্রাস বিরোধী মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় রাজবাড়ী রেলগেট চত্ত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, আপন শিল্পী গোষ্ঠিসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন লোকজ, পল্লীগীতি, ভাওয়াইয়া, বাউল গান পরিবেশন করেন।
এর আগে এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ, অ্যড. শফিকুল আযম মামুন, আপন শিল্পীগোষ্ঠির পরিচালক মোয়াজ্জেম হোসেন মজনু প্রমুখ।
বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
Tag :