Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে জেএসসিতে অংশ নিচ্ছে ২৩ হাজার পরীক্ষার্থী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১১:০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
  • / ১৫৩০ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও (জেডিসি) পরীক্ষায় এবছর ২৩ হাজার ৩৮৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। শনিবার সকাল ১০টায় সারাদেশের মত রাজবাড়ীতেও শুরু হয়েছে এ পরীক্ষা।
এর আগে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে রাজবাড়ীর পাঁচ উপজেলা প্রশাসন স্ব-স্ব উপজেলাতে সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষা শেষ হবে চলতি বছরের ১১ নভেম্বর।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রাজবাড়ীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৩৮৪ জন। এরমধ্যে রাজবাড়ী সদর উপজেলায় জেএসসি পরীক্ষার্থী ৬ হাজার ১৫২জন, পাংশাতে ৩ হাজার ৯৬৭ জন, বালিয়াকান্দিতে ৩ হাজার ৮৫১ জন, গোয়ালন্দে ১ হাজার ৭১৬ জন এবং কালুখালীতে ৩ হাজার ১১১ জন। এছাড়া জেডিসি পরীক্ষার্থী রাজবাড়ী সদরে ৮৩২ জন, পাংশাতে ৯১৫ জন, বালিয়াকান্দিতে ৩৯৩ জন, গোয়ালন্দে ২০৯ জন ও কালুখালীতে ৪৩৯ জন।
এদিকে নবম শ্রেণির সমাপনী পরীক্ষায় এবার রাজবাড়ী সদরে ৬২১ জন, পাংশাতে ৬১৬ জন, বালিয়াকান্দিতে ৩৮০ জন ও গোয়ালন্দে ১৮৬ জন পরীক্ষার্থী। কালুখালী উপজেলায় কারিগরির কোন পরীক্ষার্থী নেই।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মোবাশ্বের হাসান জানান, শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য তারা সকল পর্যায়ের কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শুধু পরীক্ষার্থীরাই নয় নকলের সাথে যেই জড়িত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে। নকলে সহায়তা করার কারণে প্রয়োজনে কেন্দ্রও বাতিল হতে পারে। এবছর নকল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বালিয়াকান্দিঃ বালিয়াকান্দিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও ভোকেশনাল নবম শ্রেণির পরীক্ষা-২০১৯ শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার বলেন, বালিয়াকান্দিতে জেএসসি পরীক্ষায় ৩ হাজার ৮৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩০১২ জন পরীক্ষায় অংশ নিয়েছে, অনুউপস্থিত ৭৬জন।
জেডিসি পরীক্ষার্থী ৩৮২ জনের মধ্যে ৩৫৪জন পরীক্ষায় অংশ নিয়েছে, অনুউপস্থিত ২৮জন। ভোকেশনাল নবম শ্রেণির ৩৮৬ জনের মধ্যে ৩৭৭জন পরীক্ষায় অংশ নিয়েছে, অনুউপস্থিত ৯জন। বালিয়াকান্দিতে ৬টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নকলমুক্ত ও শান্তিপুর্ণ পরিবেশের লক্ষে বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন, রাজবাড়ী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ বাকাইদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, কেন্দ্র সচিব মোঃ আব্দুস সালামসহ অন্যান্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। প্রথম দিন শান্তিপুর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ নভেম্বর পরীক্ষা শেষ হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জেএসসিতে অংশ নিচ্ছে ২৩ হাজার পরীক্ষার্থী

প্রকাশের সময় : ১১:০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও (জেডিসি) পরীক্ষায় এবছর ২৩ হাজার ৩৮৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। শনিবার সকাল ১০টায় সারাদেশের মত রাজবাড়ীতেও শুরু হয়েছে এ পরীক্ষা।
এর আগে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে রাজবাড়ীর পাঁচ উপজেলা প্রশাসন স্ব-স্ব উপজেলাতে সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষা শেষ হবে চলতি বছরের ১১ নভেম্বর।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রাজবাড়ীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৩৮৪ জন। এরমধ্যে রাজবাড়ী সদর উপজেলায় জেএসসি পরীক্ষার্থী ৬ হাজার ১৫২জন, পাংশাতে ৩ হাজার ৯৬৭ জন, বালিয়াকান্দিতে ৩ হাজার ৮৫১ জন, গোয়ালন্দে ১ হাজার ৭১৬ জন এবং কালুখালীতে ৩ হাজার ১১১ জন। এছাড়া জেডিসি পরীক্ষার্থী রাজবাড়ী সদরে ৮৩২ জন, পাংশাতে ৯১৫ জন, বালিয়াকান্দিতে ৩৯৩ জন, গোয়ালন্দে ২০৯ জন ও কালুখালীতে ৪৩৯ জন।
এদিকে নবম শ্রেণির সমাপনী পরীক্ষায় এবার রাজবাড়ী সদরে ৬২১ জন, পাংশাতে ৬১৬ জন, বালিয়াকান্দিতে ৩৮০ জন ও গোয়ালন্দে ১৮৬ জন পরীক্ষার্থী। কালুখালী উপজেলায় কারিগরির কোন পরীক্ষার্থী নেই।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মোবাশ্বের হাসান জানান, শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য তারা সকল পর্যায়ের কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শুধু পরীক্ষার্থীরাই নয় নকলের সাথে যেই জড়িত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে। নকলে সহায়তা করার কারণে প্রয়োজনে কেন্দ্রও বাতিল হতে পারে। এবছর নকল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বালিয়াকান্দিঃ বালিয়াকান্দিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও ভোকেশনাল নবম শ্রেণির পরীক্ষা-২০১৯ শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার বলেন, বালিয়াকান্দিতে জেএসসি পরীক্ষায় ৩ হাজার ৮৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩০১২ জন পরীক্ষায় অংশ নিয়েছে, অনুউপস্থিত ৭৬জন।
জেডিসি পরীক্ষার্থী ৩৮২ জনের মধ্যে ৩৫৪জন পরীক্ষায় অংশ নিয়েছে, অনুউপস্থিত ২৮জন। ভোকেশনাল নবম শ্রেণির ৩৮৬ জনের মধ্যে ৩৭৭জন পরীক্ষায় অংশ নিয়েছে, অনুউপস্থিত ৯জন। বালিয়াকান্দিতে ৬টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নকলমুক্ত ও শান্তিপুর্ণ পরিবেশের লক্ষে বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন, রাজবাড়ী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ বাকাইদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, কেন্দ্র সচিব মোঃ আব্দুস সালামসহ অন্যান্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। প্রথম দিন শান্তিপুর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ নভেম্বর পরীক্ষা শেষ হবে।