রাজবাড়ীতে রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা
- প্রকাশের সময় : ০৮:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- / ১৪৮৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন ও নিয়মতান্ত্রিক কার্যক্রম সম্পাদনের উদ্দেশ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন অয়োজিত অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় উপ ভূমি সংস্কার কমিশনার মো. এজাজ আহম্মেদ জাবের এবং রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মুশফিকুর রহমান। জেলা প্রশাসক দিলসাদ বেগম এসময় উপস্থিত ছিলেন। কর্মশালায় ভূমি সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন, প্রতিটি অফিসের কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা, নিয়মতান্ত্রিক ভাবে কার্য পরিচালনা ও উন্নয়ন এবং জন সাধারণের ভূমি বিষয়ক যে কোন কাজ দ্রুত সমাধানে করণীয় বিষয়ে বিশেষ দিক নির্দেশনা দেয়া হয়।
জেলার পাঁচ উপজেলার সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সার্টিফিকেট পেশকার, সার্ভেয়ার ও অফিস সহকারীরা এতে অংশগ্রহণ করেন।