জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় দলগুলোর মতানৈক্য

- প্রকাশের সময় : ১১:০০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 30
জাতীয় ঐকমত্য কমিশন বুধবার (৮ অক্টোবর) দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে, যেখানে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মতানৈক্য প্রকাশ পেয়েছে। রাজনৈতিক দলগুলো গণভোটের প্রয়োজন বিষয়ে একমত হলেও ভোটের দিন ও পদ্ধতি নিয়ে ভিন্নমত ছিল।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সরকারের কাছে দ্রুত একটি সুপারিশ দেওয়া হবে। বিশেষজ্ঞরা পাঁচটি প্রস্তাব দিয়েছেন: বিশেষ আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন; সেই আদেশের মাধ্যমে গণভোট আয়োজন; গণভোটে দুটি আলাদা প্রশ্ন রাখা; নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ ও ১৩তম জাতীয় সংসদ গঠন; গণভোট অনুমোদনের পর সনদে বর্ণিত সংস্কার সংবিধানে অন্তর্ভুক্ত করা।
বিএনপি জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের পক্ষে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় নির্বাচনের অল্প সময় বাকী। নির্বাচন ও গণভোট একই দিনে হলে সময়, অর্থ ও প্রশাসনিক জটিলতা কমবে। গণভোটের মাধ্যমে জনগণ যদি সনদ অনুমোদন করে, পরবর্তী সংসদের দায়িত্ব হবে তা বাস্তবায়ন করা।”
জামায়াতে ইসলামীর প্রতিনিধি শিশির মনির এবং এনসিপির যুগ্ম আহ্বায়করা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত এবং সনদ বাস্তবায়নের জন্য একটি বিশেষ আদেশ প্রয়োজন। আদেশের ভিত্তিতে সংসদকে সাধারণ ও কনস্টিটুয়েন্ট ক্ষমতা প্রদান করা হবে।
গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সিপিবি, বাসদ ও অন্যান্য দল জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের পক্ষে। তবে বিশেষজ্ঞরা এখন এটি ‘প্র্যাকটিক্যাল ইস্যু’ হিসেবে সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিতে চাইছেন।
কমিশন আগামী এক-দুই দিনের মধ্যে মতামত সমন্বয় করে সরকারকে চূড়ান্ত পরামর্শ দেবে। এর পাশাপাশি একটি স্বাক্ষরদান অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।






















