গুরুত্বপূর্ণ সংবাদ:
পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 221
পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশে করেছেন স্থানীয় বিক্ষুব্ধ কৃষকরা।
‘সর্বস্তরের কৃষিজীবী জনতা, রাজবাড়ী’র ব্যানারে শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার নিভৃত পল্লী মূলঘর ইউনিয়নের এড়েন্দা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় কৃষকরা বলেন, সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি হলেও হালি পেঁয়াজের দাম তারা পাচ্ছেন না। এবার প্রতি মণ পেঁয়াজ ৯শ থেকে সর্বোচ্চ ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। ন্যূনতম দুই হাজার টাকা মন পেঁয়াজের দাম পেলে তাদের উৎপাদন খরচ উঠতে পারে। অন্যথায় তারা প্রচুর ক্ষতির সম্মুখীন হবেন। এসময় তারা বাইরে থেকে পেঁয়াজ আমদানী বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বক্তৃতা করেন এতে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান মন্ডল, উদ্যোক্তা আজিবর রহমান, রফিকুল ইসলাম, আব্দুর রব, আক্কাস আলী প্রমুখ। পরে কৃষকরা একটি বিক্ষোভ মিছিল করে।
Tag :