রাজবাড়ী
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
![](https://jonotaradalot.com/wp-content/themes/template-pro/assets/images/reporter.jpg)
- প্রকাশের সময় : ০৬:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / 78
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ ¯েøাগানে রাজবাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক বালিকা) ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে খেলা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারিফ উল হাসান, রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসার, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, জেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবিব প্রমুখ।
বালক রাউন্ডে সদর উপজেলার রাজারবাড়ী লক্ষীকোল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ও গোয়ালন্দ কেকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয় লাভ করে। বালিকা রাউন্ডে পাংশা উপজেলার পাংশা জলিল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে রাজবাড়ী সদর উপজেলার চরনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।