বহরপুর বাজারে বিএনপি’র বিক্ষোভ
![](https://jonotaradalot.com/wp-content/themes/template-pro/assets/images/reporter.jpg)
- প্রকাশের সময় : ০৬:৫০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / 103
বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে চাঁদাবাজী মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মিছিলটি বহরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। বহরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ ইসলাম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম মিজানুর রহমান বিল্লাল, বহরপুর বাজার বণিক সমিতির নেতা আলমগীর হোসেন, হারুন আর রশিদ হারুন প্রমূখ। বক্তারা বলেন, বিএনপিতে চাঁদাবাজ মাদক কারবারীদের কোন স্থান নেই। দেশ নেতা তারেক রহমানের নির্দেশ বিএনপিতে কোন প্রকার চাঁদাবাজ সন্ত্রাসী ও মাদক কারবারি বা মাদক সেবির স্থান নেই। বিএনপি নামধারী কয়েকজন সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান খান ও বহরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অহিদুল হককে লাঞ্ছিত করেছে। এটা একেবারেই মেনে নেওয়ার যোগ্য নয়।