বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত
- প্রকাশের সময় : ০৪:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / 6
গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতা সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। এ সময় সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
জানা গেছে, বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে এক দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় সাইফের। এ সময় ওই দুর্বৃত্তের সঙ্গে ধস্তাধস্তি হয়।
এক পর্যায়ে সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
লীলাবতী হাসপাতালের চিকিৎসক জানান, ‘রাত সাড়ে তিনটা নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর।
এর মধ্যে একটি আঘাত মেরুদণ্ডের কাছাকাছি করা হয়েছে। চিকিৎসা চলছে; অস্ত্রোপচারের পরই বিস্তারিত জানা যাবে।’
মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারীকে নিয়ে থাকেন সাইফ। ইতিমধ্যেই বান্দ্রা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।