রাবি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ধারাবাহিক মতবিনিময়
- প্রকাশের সময় : ০৯:০০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / 9
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সমস্যা সমাধানের লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারিজ এবং ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।
উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নোট করেন। তিনি আশ্বাস দেন যে, শিক্ষার্থীদের উত্থাপিত সমস্যাগুলো যাচাই-বাছাই করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এই মতবিনিময়ে সংশ্লিষ্ট বিভাগের প্রায় ১৫০ জন শ্রেণি প্রতিনিধি এবং বিশিষ্ট শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এর আগে ৯ জানুয়ারি কলা ও বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।এবং ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয় সামাজিক বিজ্ঞান, আইন, চারুকলা ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়।