বাণিবহে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
- প্রকাশের সময় : ০৫:০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / 32
রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বাণিবহ গ্রামে শেখ গোলাম রেজা বাবলুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গোলাম রেজা বাবলু রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও বাণিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা বাচ্চুর সহোদর ছোট ভাই। পেশায় তিনি একজন ব্যবসায়ী। ডাকাতদল ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় পাঁচ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে গেছে।
গোলাম মোস্তফা বাচ্চু জানান, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ১৫/২০ জনের একদল সশস্ত্র ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরিবারের লোকদের ঘুম থেকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে। তাদের সবার মুখ বাঁধা ছিল। টর্চের আলো পরিবারের সদস্যদের চোখের দিকে তাক করে রাখে। যাতে কিছু দেখতে না পায়। এরপর ঘরের আলমারী ভেঙে ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় পাঁচ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। ডাকাতি শেষে ঘরের ভেতর সবাইকে রেখে বাইরে সিটকানি দিয়ে পেছন থেকে পালিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার পুলিশকে জানানোর পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। প্রাথমিক পর্যায়ে কিছু বিষয় নিয়ে কাজ করছেন। দুর্বৃত্তদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। ডাকাতির ঘটনায় এ পর্যন্ত এজাহার হয়নি বলে জানান তিনি।